COVID-19 সম্পর্কে দৈনন্দিন সূচনা ১৮/০৪/২০২০

প্রিয় অভিবাসী বন্ধুরা,

সিঙ্গাপুর সরকার ঘোষণা করেছেন যে, গতকাল ৬২৩ জন মানুষ COVID-19 রোগে আক্রান্ত হয়েছেন| এদের মধ্যে ৫৫৮ জন শ্রমিক বন্ধু, আপনারা যেখানে থাকেন সেখানকার লোক এবং বাকি ৩৭ জন শ্রমিক বন্ধু অন্য জায়গার বাসিন্দা|

            গত বৃহস্পতিবারের তুলনায়, রোগাক্রান্ত ব্যক্তির সংখ্যা কম হলেও, এখনই আশান্বিত হবার মত কিছু হয়নি|

            আমরা যারা হেলথ-সার্ভ এ কাজ করি, তারা এই রোগের কারণে যে দুশ্চিন্তা এবং মানসিক চাপের সৃষ্টি হচ্ছে, তা বুঝতে পারি| সেইজন্য জনসাধারণের স্বাস্থ্যরক্ষার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে চাই|

            এইরকম অবস্থায়, মানসিক শান্তির জন্য, অবস্থার গুরুত্ব বোঝা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য জানা একান্ত জরুরি| আমাদের হেলথ-সার্ভ এর ওয়েবসাইটে অনেক ভিডিও (https://www.youtube.com/channel/UC0FeqVzdEeZXdqsf9kQKejA) এবং অন্যান্য জিনিস আছে, যার থেকে আপনারা জানতে পারবেন যে, শ্লেষ্মা, কফ ইত্যাদি কিভাবে পরীক্ষা করা হয় এবং কিভাবে আপনারা এই জীবাণুর হাত থেকে নিজেকে এবং আপনাদের বন্ধুদের রক্ষা করতে পারবেন| এই ভিডিওগুলি বাংলা, তামিল, চীনা এবং ইংরাজীতে পাওয়া যাবে|

            শীঘ্রই আমরা, এমন কিছু অভিবাসী বন্ধুদের সাক্ষাৎকার আপনাদের জন্য আপলোড করব, যারা এই রোগ থেকে সেরে উঠেছেন| তাঁদের মুখ থেকেই আপনারা সরাসরিভাবে তাঁদের অভিজ্ঞতার কথা জানতে পারবেন|

            তথ্য ছাড়াও, এই কঠিন সময়ে আমাদের সকলেরই উৎসাহ ও অনুপ্রেরণার প্রয়োজন আছে| পৃথিবী জুড়ে সব বন্ধুদের জন্য ‘সলিডারিটি ওয়াল’(Solidarity Wall) https://solidarity.healthserve.org.sg/)তৈরি করা হয়েছে, যাতে তাঁরা তাঁদের আশার বাণী শুনিয়ে পৃথিবীর সবার মনে শক্তি যোগাতে পারেন| ‘সলিডারিটি ওয়াল’ এইজন্য তৈরি করা হয়েছে, যাতে এর মাধ্যমে আপনারা আপনাদের লেখা, আঁকা এবং গান-বাজনার দ্বারা পরস্পরের মানসিক বল বৃদ্ধি করতে পারেন|

            সর্বোপরি, অনেকসময়, আমাদের এমন কাউকে প্রয়োজন হয়, যাকে আমরা আমাদের মানসিক উদ্বেগ ও অন্যান্য দুশ্চিন্তার কথা বলতে পারি| ‘হেলথ-সার্ভ’ একটি টেলি-সাপোর্ট সার্ভিস গড়ে তুলেছে, যাতে আপনারা এর সাহায্যে আপনাদের মনের কথা অন্যদের জানাতে পারেন| আরো বিশদ বিবরণের জন্য অপেক্ষা করে থাকুন|

অভিবাসী বন্ধুরা, আপনাদের শরীর ও মনের খেয়াল রাখবেন| মনে রাখবেন যে, শরীর যদি খারাপ হয়, তাহলে দেরী না করে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন|

Learn more about HealthServe’s latest news

Learn more about HealthServe’s latest news

Learn more about HealthServe’s latest news